স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টার: সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে আয়োজন করা হয় একটি বইমেলার। শুক্রবার সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে এ মেলার উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপি’র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ম আহ্বায়ক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আদম সুফি, সরকারি কৌশলী এডভোকেট এম এ বারী, পৌর বিএনপির আহ্বায়ক সদস্য ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিকসহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বইমেলা সম্পর্কে আব্দুল্লাহ আল মামুন রনিক জানান, মেলায় শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা, সংগ্রামী জীবন, রাষ্ট্রপতি থাকাকালীন বিভিন্ন কর্ম ও অবদান সম্পর্কিত বই স্থান পেয়েছে। পাশাপাশি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবনী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ও আগামীর বাংলাদেশ বিষয়ক বইও রয়েছে। তিনি জানান, অনেক নেতাকর্মী বই কিনেছেন ও উপহার হিসেবে দিয়েছেন। বইগুলো তৃণমূল পর্যায়ে বিতরণ করা হয়েছে যেন নতুন প্রজন্ম শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে জানতে পারে এবং শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়। এর আগে শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। তিনি ও অন্যান্য নেতৃবৃন্দ জিয়াউর রহমানের জীবন ও আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা জানান, শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে পঞ্চগড়ের নেতাকর্মীরা আগামী আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।