ক্রাইম এক্সপ্রেস
Monday , 12 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দুর্ঘটনা
  12. দেশজুড়ে
  13. নির্বাচন
  14. প্রচ্ছদ
  15. ফিচার

রুহিয়ায় তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রুহিয়া সেনপাড়া সারশ্বত সংঘের উদ্যোগে আয়োজিত ৭২তম ৩২ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান বিপুল উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ঐতিহ্যবাহী এই যজ্ঞানুষ্ঠানটি রুহিয়া ও পার্শ্ববর্তী এলাকায় এক আনন্দঘন ও পবিত্র পরিবেশ সৃষ্টি করে।

 

বুধবার (০৭ মে) শুভ অধিবাসের মাধ্যমে এই বৃহৎ ও ঐতিহ্যপূর্ণ যজ্ঞের সূচনা হয়। এরপর একটানা চার দিন ও চার রাত ধরে শ্রীকৃষ্ণের অমৃতময় নাম কীর্তন অনুষ্ঠিত হয়ে সোমবার (১২ মে) প্রথম প্রহরে নগর কীর্তন ও মহজ্ঞের সমাপ্তী হবে। সুদূর-দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ ও কীর্তন রসিকদের পদচারণায় মুখরিত ছিল যজ্ঞ প্রাঙ্গণ। দুর দুরান্ত থেকে আগত কীর্তনীয়া দলগুলি তাঁদের সুললিত কণ্ঠে তারকব্রহ্মের মহিমা কীর্তন করেন, যা উপস্থিত সকলের মনকে শান্তি ও আনন্দে পরিপূর্ণ করে তোলে। মৃদঙ্গ, করতাল ও অন্যান্য বাদ্যযন্ত্রের সম্মিলিত ধ্বনিতে এক অপার্থিব সুরের মূর্ছনা সৃষ্টি হয়।

যজ্ঞানুষ্ঠানে মঙ্গল কামনায় প্রার্থনা জানান ভক্তবৃন্দ। এছাড়াও, আগত সকলের জন্য প্রতি রাতে সুস্বাদু প্রসাদের ব্যবস্থা করা হয়।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজকদের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান যুব সমাজকে সঠিক পথে চালিত করতে এবং সমাজে শান্তি ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করে।
যজ্ঞের সমাপনী দিনে এক বিশেষ নগর কীর্তন অনুষ্ঠিত হয়। কৃষ্ণনামের ধ্বনিতে মুখরিত হয়ে যজ্ঞানুষ্ঠানস্থল।

 

নগর কীর্তনের মাধ্যমে যজ্ঞের পরিসমাপ্তি ঘটে এবং ভক্তরা এক গভীর আধ্যাত্মিক তৃপ্তি নিয়ে গৃহে ফেরেন।

রুহিয়া সেনপাড়া সারশ্বত সংঘের ৭২তম এই ৩২ প্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান রুহিয়া অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি। এই ধরনের অনুষ্ঠানগুলি আগামী প্রজন্মকেও ধর্মীয় মূল্যবোধ ও সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে অবগত করবে বলে আশা করেন আয়োজক কমিটি। আয়োজকরা ভবিষ্যতেও এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

সর্বশেষ - সারা-দেশ

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে ৭০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র বিপ্লবের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

আত্মহত্যার কারণ জানালের এএসপি পলাশ সাহার ভাই

শহর, গ্রাম সব জায়গাতেই নজরুলের লেখা বা কর্ম ছড়িয়ে দিতে হবে-ড. মো. জাহাঙ্গীর আলম

ছাত্রনেতা পারভেজ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তিতাস উপজেলা ছাত্রদল

দৌলতপুর সীমান্তে বিজিবি–বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ

গণমাধ্যমের উন্নয়নে সাংবাদিকদের ঐক্যের ডাক সংস্কারের নতুন ভাবনা

শেরপুরে সাংবাদিক বাবুর জানাযা অনুষ্ঠিত

পুর্বধলাকে সন্ত্রাস চাঁদাবাজ মাদকমুক্ত এলাকা গড়ব

শ্রীবরদী গারো পাহাড় এলাকায় হাতির বিচরণ নির্বিঘ্ন করতে বন বিভাগের অভিযান

বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ৮৫ তম জন্মবার্ষিকী