স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টার:
পঞ্চগড়ে শেষ হলো তিনদিন ব্যাপি ভূমি মেলা । জেলা প্রশাসনের আয়োজনে গত ২৫ মে এই মেলা শুরু হয়। মেলায় প্রায় এক হাজার ৩’শ সেবা গ্রহীতা ভূমি সেবা গ্রহণ করেছেন বলে জানা গেছে। সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মঙ্গলবার দুপুরে মেলার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: সাবেত আলী। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, উপজেলা ভূমি কর্মকর্তা মোহন মিনজি সহ সেবা গ্রহিতা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ভূমি সেবা উপলক্ষ্যে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সমাপনি অনুষ্ঠানে তিন কুইজ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
২৭ মে ২০২৫
পঞ্চগড়।