সাইফুল ইসলাম ( কুষ্টিয়া জেলা প্রতিনিধি)
দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের ঝাউদিয়া বাবলু বাজারের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে স্থানীয় কার্যালয়ে কার্যালয়ে অভিষেক অনুষ্ঠান হয়েছে। এ সময় নবনির্বাচিত কমিটির সভাপতি শাহজাহান আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বিশ্বাস সহ কমিটির নির্বাচিত সদস্যদের নিকট বাজারের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বভার অর্পণ করা হয়। অভিষেক অনুষ্ঠানে কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আরিফ বিপ্লব উপস্থিত ছিলেন। এ সময় বাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে কমিটির নেতৃবৃন্দ আলোচনা করেন। এদিকে নবনির্বাচিত কমিটির রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছেন।
নবনির্বাচিত কমিটির উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আরিফ বিপ্লব বলেন, এই কমিটির মাধ্যমে বাজারের উন্নয়নসহ শৃঙ্খলা ও ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
উল্লেখ্য, গত শনিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুল ভোটে শাহজাহান আলী বিশ্বাসের প্যানেল নির্বাচিত হয়।