রুবেল খান, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া আখানগর রেলস্টেশনের উত্তরে পাশে ট্রেনের ধাক্কায় ছেলের চোখের সামনেই বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ৮টায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আখানগর বাজার ডাঙ্গাপাড়া এলাকার মৃত টনু মুন্সির ছেলে গোলাম রব্বানী (৫০)নামে তিনি শারীরিক প্রতিবন্ধী কানে শুনতে পেতেন না এবং বাকপ্রতিবন্ধী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম রব্বানী ও তার ছেলে মান্ডার সঙ্গে কৃষি কাজে মরিচতুলতে যাওয়ার উদ্দেশ্যে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় হঠাৎ আশা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। এলাকাবাসী জানান, গোলাম রব্বানীকে ট্রেন আসার সংকেত শুনতে না পারায় তিনি সামনে এগিয়ে যান এবং ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। মুহূর্তেই লাশ রক্তাক্ত অবস্থায় লাইনের পাশে পড়ে থাকে। পাশে থাকা ছেলে কিছু বুঝে ওঠার আগেই তার বাবাকে হারান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান। তিনি জানান, “গুরুত্বপূর্ণ একটি দুর্ঘটনা ঘটেছে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি রেলওয়ে পুলিশ লালমনিরহাট থেকে আসবে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করা হইবে তারা আসলেই আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।