স্নিগ্ধা খন্দকার স্টাফ রিপোর্টারঃ
পঞ্চগড়ে জেলা ভিত্তিক গণমাধ্যম কর্মীদের উন্নয়ন এবং পঞ্চগড় প্রেসক্লাবের সুগঠন ও সংস্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ মে) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশ নেন। সভার আয়োজন ও সভাপতিত্ব করেন পঞ্চগড় প্রেসক্লাবের আহ্বায়ক এবং বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সরকার হায়দার। সঞ্চালনায় ছিলেন বিজয় টিভির জেলা প্রতিনিধি ইনসান সাগরেদ।
সভায় পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত সমস্যা, প্রেসক্লাবের ভবিষ্যৎ গঠন ও গণমাধ্যমের উন্নয়নের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন যুগান্তরের পঞ্চগড় প্রতিনিধি এস এম সেলিম, নিউজ টুয়েন্টিফোর এর হোসেন রায়হান, এনটিভির প্রতিনিধি ও সাবেক প্রেসক্লাব সভাপতি সাজ্জাদুর রহমান, নাগরিক টিভির সাইদুজ্জামান রেজা, আরটিভির হারুন অর রশিদ, এটিএন নিউজের সিদ্ধার্থ কর্মকার, একাত্তর টিভির রফিকুল ইসলাম, এশিয়ান টিভির কামাল উদ্দিন, বিজয় টিভির ইনসান সাগরেদ, ঢাকা টাইমস-এর মাহমুদুল ইসলাম জয়, লোকায়নের বদরুদ্দোজা প্রধান, প্রতিদিনের বাংলাদেশ-এর মনজু হোসেন, সময়ের আলোর আল-আমিন, দৈনিক দাবানলের স্নিগ্ধা খন্দকার নিহা, ঢাকার ডাকের আসমা আক্তার আখি, লাখোকণ্ঠের তোতা মিয়া, অগ্রযাত্রা প্রতিদিনের আরিফুল ইসলাম ইরান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে পঞ্চগড় প্রেসক্লাব কিছু গুটিকয়েক সাংবাদিকের দখলে ছিল। এ বৈষম্য আর চলতে দেওয়া হবে না। এখন থেকে জেলার সব প্রকার গণমাধ্যমের সাংবাদিকরা সমানভাবে এই প্রেসক্লাবের সদস্য হয়ে কাজ করবেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা পঞ্চগড় প্রেসক্লাবকে সকলের জন্য উন্মুক্ত ও কার্যকর একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। সক্রিয় অংশগ্রহণ ও ঐক্যের মাধ্যমে গণমাধ্যমের মানোন্নয়নের আহ্বান জানানো হয়।মতবিনিময় সভা শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।
২৭ মে ২০২৫
পঞ্চগড়।