কোটালীপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি,
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষি উন্নয়নে এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন পার্টনার ফিল্ড স্কুলের সভাপতি সাধারণ সম্পাদককে নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ মে) সকাল ১১ টায় কোটালীপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা লাল শাপলা হল রুমে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সরদার।
পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায় এর সভাপতিত্বে ফরিদপুর অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার হাফিজ হাসান, কৃষিবিদ দেবাশীষ দাস সহ প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন ফিল্ড স্কুলের কৃষক প্রতিনিধি, কৃষি কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কংগ্রেসে মাঠ পর্যায়ে বাস্তবায়িত কৃষি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়, সফল উদ্যোক্তাদের গল্প উপস্থাপন এবং টেকসই কৃষি চর্চার দিকনির্দেশনা তুলে ধরা হয়।